গ্রুপ শক্ত করতে হাইব্রীড আমদানি না করার আহবান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ 853 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে দেশ থেকে পালিয়ে আসা জামাত বি এন পির,কুচক্রী মহল এখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাবেনা,১৯ সালের ৩০শে ডিসেম্বরের নির্বাচন বানচাল করার জন্য তারেক জিয়ার এজেন্টরা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে অনেক পরিকল্পনা করেছিল,সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

গতকাল সন্ধায় শারজাহের একটি হোটেলে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের আহবায়ক ইসমাইল গনি চৌধুরী’র সভাপতিত্বে ও দুবাই আওয়ামী লীগের সভাপতি ইউ এ ই আওয়ামী লীগের সদস্য সচিব হাজী শফিকুল ইসলাম এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাই এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাই এর সভাপতি বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুস সবুর চৌধুরী। প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি দুবাই এর উপদেষ্টা পরিষদের ডেপুটি চেয়ারম্যান আলআইন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা শেখ ফরিদ সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাই এর পরিচালক আজমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আবদুল আলীম, বাংলাদেশ সমিতি দুবাই এর পরিচালক আজমান বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা প্রকৌশলী জিল্লুর রহমান, আজমান বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি সেলিম উদ্দীন চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহিন,আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক হাবিব, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান চুনু, দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহমত আলী সুয়েব, ফুজিরা আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দীন,বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরো, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজি,শারজাহ আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র আজমানের সভাপতি ইব্রাহিম ওসমান আফলাতুন,আবুধাবি আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম,শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার।

মৌলানা শাহাবুদ্দিন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মইনুল হোসেন মইন।

সভায় ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের মুমূর্ষু হত্যাযজ্ঞের বিভীষিকাময়ের করুন কাহিনির সঠিক ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন youth Bangla cultural forum এর সভাপতি মিসেস ইয়াসমিন কালাম মেরুনা।

উক্ত অনুষ্টানে আরও বক্তব্য রাখেন যথাক্রমেঃ প্রকৌশলী ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, প্রকৌশলী আহমেদ ইফতেখার আলম পাবেল, জাফর চৌধুরী,আলহাজ্ব আকতার হোসাইন রাজু,সিকদার সাফায়েত হোসেন,মোহাম্মদ আবু বক্কর, আজগর খান চৌধুরী,রুজেল তরফদার, সদরুদ্দিন জামাল উচ্ছাস,আতিকুর রহমান আতিক,আফজাল সাদেকীন আপলু,মোহাম্মদ শাহজাহান,মুজিবুর রহমান,মোহাম্মদ জাহাঙ্গীর আলম।